রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কাঁচাবাজার এলাকায় মিনতির (টুকরি শ্রমিক) কাজ করতেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।উদ্ধারকারী পথচারী মজিব জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন।
পরে সেখানে থেকে আমিসহ আরও কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।