বাংলাদেশে মালদ্বীপের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। সোমবার (৬ মে) দেশটির সংসদ এই অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ ছাড়া আরও দুটি দেশে মালদ্বীপের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ থোহাকে সৌদি আরব ও ড. ফাজিল নাজীবকে চীনে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ২৫ মার্চ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্ভাব্য রাষ্ট্রদূতদের নাম সুপারিশ করেন। এরপর আরও বিবেচনার জন্য দেশটির সংসদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়। কমিটি তাদের প্রতিবেদনে তিন প্রার্থীকে অনুমোদন দেয়। সোমবার সংসদে ভোটাভুটিতে নাম তিনটি পাস হয়।
এর আগে এই তিনজন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে শিউনিন রাশেদ বর্তমানে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।