গাজীপুর-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। তবে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ২৫টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
আজ সকাল থেকেই আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে, অনিদিষ্টকালের জন্য বন্ধ আছে ২০টি গার্মেন্টস। আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।
আরও পড়ুন- বগুড়ায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
অন্যদিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা খুলে দেয়ার দাবিতে পলাশবাড়ী এলাকার পার্ল গামেন্টসের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রপে কর্মবিরতি পালন করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।