গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এসময় একটি ট্রাক নদে পড়ে যায়।
এ ঘটনায় ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে গেছে। ভেঙে পড়ার সময় ব্রিজের ওপর একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে যানবাহন চলাচল করছে।
গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি তুরাগ নদের ওপর ভেঙে পড়ে। এ সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে, তবে এতে হতাহত হয়নি।