1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম
ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে বোতল জাত সয়াবিন তেল না থাকলেও খোলা সয়াবিন তেলের সরবরাহ প্রচুর রয়েছে। এতে করে কমতে শুরু করেছে দাম। বর্তমানে লিটার প্রতি ৫ টাকা কমে ১৭০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন, খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। হিলি বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, রমজান মাসে বিশেষ করে তেল এবং পেঁয়াজের চাহিদা বেশি হয়। এ বছর পেঁয়াজের দাম অনেকটাই কম, তবে সয়াবিন তেলের বোতল পাওয়া না গেলেও খোলা তেলের দাম কিছুটা কমেছে। বর্তমানে ১৭০ টাকা লিটার হিসেবে ৫ লিটার কিনলাম। ৫ কেজি পেঁয়াজও কিনলাম।

তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যদি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে থাকতো তাহলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই সুবিধা হতো। হিলি বাজারে সয়াবিন তেল বিক্রেতা নূরুজ্জামান হোসেন বলেন, কয়েকদিনের তুলনায় হিলির বাজারে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। লিটার প্রতি ৫ টাকা কমে বর্তমানে ১৭০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো বোতল জাত সয়াবিন তেল না দিলেও খোলা তেলের প্রচুর সরবরাহ রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

অন্যদিকে হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে সেই সঙ্গে দেশের বাজারে প্রচুর পরিমাণ দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে করে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। দেশি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, আশা করা যাচ্ছে রমজান মাসে পেঁয়াজের দাম আর বৃদ্ধি পাবে না।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.