1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মাগুরায় শিশু ধর্ষণ মামলার ৪ আসামির রিমান্ড - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

মাগুরায় শিশু ধর্ষণ মামলার ৪ আসামির রিমান্ড

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাতদিন এবং অন্য তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচদিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার (০৯ মার্চ) দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামিদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দিনভর এ নিয়ে আদালতের সামনে বিক্ষুব্ধ জনতা ভিড় করতে থাকে। যে কারণে গভীর রাতে আদালতে পরিচালনার মাধ্যমে তাদের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে, মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজম ভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে দশ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ^শুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একইসাথে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, রাতে রিমান্ড শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো এলপি গ্যাসের

বুধবার, ২ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.