দাম কমানোর একদিন যেতে না যেতেই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৪ মে) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। তবে, রুপার দাম অপরিবর্তিতই রেখেছে বাজুস ।
গত সোমবার (১২ মে) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমিয়েছিল সংগঠনটি। ওইদিন স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছিল। তবে, একদিন যেতেই মঙ্গলবার (১৩ মে) বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও ধাতুটির দাম সমন্বয় করার জন্য দাম বাড়িয়েছে বাজুস।
বুধবার (১৪ মে) বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভরি প্রতি ১ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে এই দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।