বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত তাদের সাজা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
সকালে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনকালে একথা বলেন তিনি। এদিকে মাদারীপুরের কালকিনিতে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা জানান পিরোজপুর ইয়ুথ সোসাইটি ও পিরোজপুর বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি