একুশে আগস্ট গ্রেনেড হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তারেক রহমানের সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে আওয়ামী লীগ উচ্চ আদালতে যাবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তৈরি বেদিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে, সেই হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে আছে, তারেক রহমানের নির্দেশনা মেনেই তারা সেদিন অপারেশন পরিচালনা করেছে। কাজেই এই হত্যাকাণ্ডের বিচার হতে হলে, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের বিচার হওয়া উচিত।
নিউজ ডেস্ক / বিজয় টিভি