একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে সরকারের উদ্যোগের কমতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। মাস্টার মাইন্ডদের সর্বোচ্চ বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের অনুষ্ঠানে যোগদিয়ে দলটি সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিরা একই সুতোয় গাঁথা। এদিকে বংশাল আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের আলোচনায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর দন্ডিত খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিরা কেউ রেহাই পাবেনা বলেও মন্তব্য করেন হানিফ।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি