প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬-এর আলোকে গঠিত অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা যাতে আরো সহজে বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন সে ব্যাপারে সর্বোতভাবে কাজ করছে সরকার। দারিদ্র বিমোচন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসীরা ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।