গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ২ শত ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৫ হাজার ১২১ জন রোগী রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৩৭০ জন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪০৮ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ ৩৫১ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬০২ জন।
ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৯৩৩টি। গতকালের চেয়ে আজ ৮৪২টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৪২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৪৪৯টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৭৮৮টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি