করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবার ঈদুল আজহায় কোরবানি পশুর হাট কমানো হয়েছে জানিয়ে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম হাটে না গিয়ে অনলাইনে গরু কেনার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম এ আহ্বান জানান। এসময় তিনি ঢাকাবাসীকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলারও আহ্বান জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এবার করোনাভাইরাস আছে, স্বাস্থ্যবিধির বিষয়টি আছে, প্রান্তিক চাষির কথাও চিন্তা করতে হবে। সবকিছু মিলেই এবারের কোরবানির হাট। স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সবকিছুর ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ঢাকা শহরের ভেতর থেকে হাট সরিয়ে ঢাকার বাইরে নিয়ে এসেছি। উত্তরা ১০, ১১, ১২ নং সেক্টর ঘনবসতিপূর্ণ এলাকা তাই সেখানে হাট বসবে না। ওই এলাকার হাট ১৭ নং সেক্টরের বিন্দাবনে নিয়ে গেছি। ওখানে জনবসতি নেই।
তেমনি এবার ভাসানটেক হাট, তেজগাঁও হাট, বছিলা হাট, আফতাব নগর হাট, বনশ্রী হাট, ইস্টার্ণ হাউজিং হাট ও মিরপুরে হাট বসতে দেই নাই। এবার ডিএনসিসির রাজস্ব আহরণ কম হবে তাতেও সিদ্ধান্ত থেকে সরেনি মেয়র।
নিউজ ডেস্ক/বিজয় টিভি