দুর্গা পুজার মহাঅষ্টমী আজ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ এ উৎসব।
ব্রাহ্মনবাড়িয়ায় এবার ১১৬ টি মন্ডপে পালিত হচ্ছে দুর্গাৎসব। হিন্দুর্ধমাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে পুজা উপভোগ করছেন।
এদিকে নওগাঁর শিবপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শিবপুর বারোয়ারী দূর্গা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। অষ্টমী পূজা দিবসে ৫২ ঢাকের বাজনা দিয়ে পূজা অর্চনা, ওলোধনী ও নাচ-গানের মধ্যে দিয়ে অষ্টমী দিনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর হিন্দু ধর্মাবলম্বীরা।
পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা মদন মোহন জিউ মন্দিরের শত বর্ষ পূর্তি উপলক্ষে এবছর জমজমাট ভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ভক্তিমূলক গান, মায়েদের সিদুর ও তিলক দান, সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছর ভান্ডারিয়া উপজেলার ৬০ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া জেলায় ৬৬৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। শহরের মালতিনগর ও নামাজগড় ডালপট্টি এলাকায় মন্ডপের জমকালো আয়োজন বরাবরের মতই চোখ ধাধানো। পূজা নির্বিঘœ পুরোদমে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহীনি।
অন্যদিকে,
কুমিল্লার দেবীদ্বারেও হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন মন্ডব নিয়মিত পরিদর্শন করছেন প্রশাসনের কর্মকর্তাগন।
ময়মনসিংহের হালুয়াঘাটে দুর্গাপুজা পরিদর্শনে করেছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। পরিদর্শন চলাকালে কেন্দ্রীয় পুজামন্ডপে উপস্থিত ছিলেন এ এসপি এস এ নেওয়াজি, সার্কেল আলমগীর পিপিএম সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি