মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ জুমার নামাজ শেষে নগরীর হালিশহর হাউজিং এস্টেটের জি-ব্লকে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এসময় উপমন্ত্রী আরো বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে পিছিয়ে দিলেও তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কাউন্সিলর আব্দুস সবুর লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।