রাজধানীর তেজতুরী বাজার এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)।
সোমবার (২৯ মার্চ) বিকালে তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৪ টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তেজগাঁও জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজতুরী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির কয়েক জন সদস্য নাশকতা ও সন্ত্রাসী কার্য করার পরিকল্পনার উদ্দেশে সমবেত হয়েছে।
পরে ওই স্থানে অভিযান চালিয়ে দুই জনকে অস্ত্র-গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক পালিয়ে যায়।