বৃহস্পতিবার ভোরে হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান টিপু সুলতান রনি (২০) নামের এক যুবক।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী আব্দুর রহিমের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোরের দিকে ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিন আরোহী আহত হন।
“আহতদের সকাল ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।”
আহত শাহিন ও নাঈমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান বাচ্চু মিয়া।