দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৯৬ হাজার ৫২৫ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২২ হাজার ২৭৬ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৪০ হাজার ৯১৯ এবং নারী ৩৭ লাখ ৫৫ হাজার ৬০৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৭৬ হাজার ৫১০ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৩১ হাজার ৮৫৪ এবং নারী ১৫ লাখ ৪৪ হাজার ৬৫৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে চীনের উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকার প্রয়োগ শনিবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত সারাদেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ২২ হাজার ২৭৬ জন। এদের মধ্যে ১০ হাজার ৫৪৭ জন পুরুষ এবং ১১ হাজার ৭২৯ জন নারী রয়েছেন।