দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোণায় সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র-জনতা ও বিএনপির নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও উপাসনালয়ে দিনরাত পাহাড়া দিচ্ছেন ছাত্র-জনতা ও বিএনপির নেতা-কর্মীরা।
এছাড়াও শহরের নাগড়ার শিববাড়ী, বাড়ৈপাড়া, সাহাপাড়াসহ কয়েকটি এলাকার শিবমন্দির, দূর্গামন্দির, মনোরমা আশ্রমসহ সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে পাহাড়া বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন শিক্ষার্থীরা।
পাহাড়ায় দায়িত্বপ্রাপ্তরা বলেন, নেত্রকোণা একটি ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। হিন্দু মুসলমান ভাই-ভাইয়ের সম্পর্কের দীর্ঘদিনের এই ঐতিহ্য আমরা কোনমতেই নষ্ট হতে দেব না। আমরা মিলে মিশে বসবাস করে এ শহরের সাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই। নেত্রকোণায় এখনো কোনো মন্দির বা ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেনি।