বগুড়ার ধুনট উপজেলায় আলামিন (২৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির বাড়িতে তার প্রেমিকা বিয়ের দাবিতে অনশনে বসেছেন। এ অবস্থায় পালিয়ে গেছেন প্রেমিক। এ ঘটনায় প্রেমিকা ঐ কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আলামিনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রেমিক আলামিন উপজেলার চিকাশি গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রেমিকা স্থানীয় চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক বছর ধরে আলামিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় ২৯ জানুয়ারি ঐ ছাত্রী কলেজে যান। তখন প্রেমিক আলামিন তাকে বিয়ের কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। এক ঘণ্টা একসঙ্গে থাকার পর বিয়ে না করে প্রেমিকাকে বাড়িতে রেখে আলামিন কৌশলে পালিয়ে যান।
ভুক্তভোগী বলেন, বিয়ের কথা বলে নিজবাড়িতে ডেকে এনেছেন আলামিন। তার সঙ্গে আমার এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই অবস্থান করবো।
ধুনট থানার এসআই মুঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।