নদীসমূহের পানি বৃদ্ধি হয়ে ফের সিলেট–সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। শুক্রবার বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে সংস্থাটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8৮ থেকে ৭২ ঘণ্টায় (শুক্রবার থেকে) উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বেশিরভাগ সড়ক-কালভার্ট ক্ষতিগ্রস্তবন্যা-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বেশিরভাগ সড়ক-কালভার্ট ক্ষতিগ্রস্ত
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা (শুক্রবার থেকে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 8৮ ঘণ্টা (শুক্রবার থেকে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ২৪ ঘণ্টায় (শুক্রবার থেকে) মাঝারি থেকে ভারি এবং আগামী 8৮ থেকে ৭২ ঘণ্টায় (শুক্রবার থেকে) ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদী সমূহের পানিসমতল বৃদ্ধি পেতে পারে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুর দিকে টানা বৃষ্টি হতে পারে দেশজুড়ে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।