গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে। এসময়ে মৃত্যুবরণ করেছে ৩ জন।
ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ।
সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫৯৭ জন মহানগর এলাকার এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন উপজেলাগুলোর মধ্যে পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।