ঘূর্ণিঝড় ফণী’র কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো পুনরায় জেটিতে ফিরিয়ে আনা হচ্ছে।
সকাল আটটা থেকে বন্দরের নিজস্ব ক্যাপ্টেনদের তত্ত্বাবধানে বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে নিয়ে আসার কাজ শুরু হয়। সকাল সাড়ে ১০টায় ৭টি জাহাজ সিসিটি ও এনসিটিতে ভিড়ানো সম্ভব হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ ২৪টি জাহাজ জেটিতে নিয়ে আসার লক্ষ্যে টাগবোট, পাইলট, জনবল ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্ততি সম্পন্ন করেছে। একইসাথে জিসিবি, সিসিটি, এনসিটির বাইরে বাকি জাহাজ ভিড়ানো হবে রিভারমুরিং ও স্পেশাল জেটিতে। ১০টায় এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার নামানোর কাজ শুরু হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি