ভবিষ্যতের কথা চিন্তা করে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন সহ আরো অনেকে। তবে এর আগে মন্ত্রীর আসার সংবাদে চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে মাছ ধরায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলেদের কয়েকটি সংগঠন ।