রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় আগুনে দগ্ধ হয়ে আপেল (৪১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট ) দিবাগত রাত ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, আপেল হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেটের পাশে একটি জুতা কারখানায় কাজ করতেন। গত ৭ আগস্ট রাতে কাজ করার সময় সিগারেট ধরানোর সময় সলিউশনের আগুন থেকে তার শরীরে আগুন লেগে যায়। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে। তিনি হাজারীবাগে মনেশ্বর রোড এলাকার ৩১/খ নম্বর বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।