নতুন একটি উগ্রবাদী সংগঠনের সন্ধান পেয়েছে এন্টি টেররিজম ইউনিট। নাম তাওহীদুল উলূহিয়্যাহ। যারা পুরোনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল।
শনিবার সকালে বারিধারায় ডিআইজি অপারেশন্স মোহা. আলীম মাহমুদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, এটিইউ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন এই উগ্রবাদী সংগঠনের তিনজন শীর্ষ সদস্যকে গ্রেফতার করেছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে তাদের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, নতুন এ উগ্রবাদী সংগঠনের কার্যক্রম চলছিলো গেল দুই মাস ধরে। ইতিমধ্যে তারা নতুন উগ্রবাদী সংগঠন ও সাহেবে-কিরান বারাহ নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে।
তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ বা ‘আনসার-উল্লাহ বাংলা টিমের’ অনুসারী হলেও নতুন সংগঠন গঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল।