মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রোরেল। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনের সবগুলোই চালু হলো।
ডিটিএমসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। তবে আগামী ৬ জানুয়ারি থেকে এই রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
আজ কারওয়ান বাজার ও শাহাবাগ স্টেশন চালু হওয়ার পর বাকি থাকবে শুধু কমলাপুর স্টেশন। ডিএমটিসিএল সূত্র বলছে, ২০২৫ সালের মধ্যে ওই অংশের কাজ শেষ হচ্ছে।