বনাপোল নোম্যান্সল্যান্ড দিয়ে ভারতে পাচারকালে ১কেজি ৩শ ২০ গ্রাম ওজনের ১২টি স্বর্নের বারসহ পাসপোর্ট যাত্রী মহিউদ্দিন ভ’ইয়া (২৮)নামে পাচারকারীকে আটক করেছে কাষ্টম শুল্ক গোয়েন্দা। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড়াইকান্দি গ্রামের শাহরিয়া ভ’ইয়ার ছেলে। এসময় তারকাছ থেকে একটি মোবাইল ও পাসপোর্ট জব্দ করা হয়।
বেনাপোল কাষ্টম শুল্ক গোয়েন্দা-ডিসি-সাইফুর রহমান জানান,ভারতে স্বর্নের একটি চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে কাষ্টম শুল । গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোষ্ট কাষ্টম ইমিগ্রেশন কার্যাদি সম্পূন্ন করে ভারতে প্রবেশকালে সন্দেহ ভাজন মহিউদ্দিনকে আটক করা হয়।
তার পায়ুপথ এক্সরা করে ধরা পড়ে চালানটি। উদ্ধার করা হয় ১কেজি ৩শ২০গ্র্াম ওজনের ১২টি স্বর্নের বার। যার দাম ৬০লাখ টাকা বলে জানান কাষ্টম কর্মকর্তারা।
আটক সোনা ও পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ সোনা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
পাচারকারী পাসপোর্ট যাত্রী । ২০ বার ভারতে গমানাগমন করেছে বলে জানান কাষ্টম কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি