বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মেয়াদ শেষ হবার আগেই মহাকাশে বঙ্গবন্ধু-টু নামে আরেকটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে। এরই মধ্যে এই বিষয়ে প্রস্তুতি শুরু করেছে সরকার।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কোনো ব্যক্তি বা কোম্পানি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিক বাংলাদেশ সরকার। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশের এলিট ক্লাবে প্রবেশ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি