টেকনাফ স্থলবন্দরে জুলাই মাসে ১৪ কোটি ৭০লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।
সকালে এ তথ্য নিশ্চিত করে বন্দরের শুল্ক কর্মকর্তা মো. ময়েজ উদ্দিন বলেন, চলতি অর্থবছরের প্রথম মাসে ৬৮ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার টাকার পণ্য মিয়ানমার হতে আমদানী হয়। অন্যদিকে ৩৬টি বিল অব এক্সপোর্টের বিপরীতে ১ কোটি ২০ লাখ ১০ হাজার টাকার পন্য মিয়ানমারে রপ্তানী হয়েছে। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোরে মিয়ানমার থেকে ছয় হাজার ৭৪৪টি গরু, ৩ হাজার ৩৫১টি মহিষ আমদানি করে প্রায় ৫০ লাখ ৪৭হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি