কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
উপজেলার আমিরাবাদ এলাকার মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
এদিকে, মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও একজন। ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের বাসটি ডাসার থানার কর্ণপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি