মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর এলাকার পূর্ব বনগ্রাম গ্রামে কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালকিনি প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের পুত্র মাদ্রাসা ছাত্র আবদুল্লাহকে হত্যা চেষ্টা ও বাড়িতে অগ্নীসংযোগের ঘটনায় মামলা দায়ের করলে প্রতিপক্ষও একটি পাল্টা মামলা দায়ের করেছে।
হামলার শিকার হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকলেও তার ওপরে মামলা হওয়ায় সাংবাদিক পরিবার নতুনকরে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়াগেছে।
তবে তদন্ত সাপেক্ষে ঘটনার মূলহোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে সাংবাদিক পরিবার। আর সাংবাদিক পরিবারকে মামলার ফাঁদে ফেলে হয়রানী না করার দাবী জানিয়েছে কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য গত ১৬জুন রাতে পূর্ব শত্রুতার জেরে উক্ত হামলা চালায় প্রতিপক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি