চট্টগ্রামে এনআইডি জালিয়াত চক্রের ‘খোঁজ পাওয়ার’ কথা জানিয়ে তা তদন্তের অনুমতি চেয়ে ঢাকায় চিঠি পাঠিয়েছে দুদক।
গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। তিনি জানান, প্রাথমিক তদন্তে তারা এনআইডি জালিয়াত চক্রের সঙ্গে নির্বাচন কার্যালয়ের বড় দুটি সিন্ডিকেট জড়িত বলে প্রমাণ পেয়েছেন। শরণার্থী হিসেবে বাংলাদেশের কক্সবাজারে থাকা অনেক রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র করে পাসপোর্ট নেয়া এবং ভুয়া এনআইডি’র তথ্য ডাটা বেইসে থাকার ঘটনা তদন্তের উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি রোহিঙ্গা সন্দেহে অন্তত অর্ধশত এনআইডি বিতরণ আটকে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি