কুষ্টিয়ার মিরপুরে মুক্তিপনের দাবিতে অপহরনের ১৬দিন পর শিশু শিক্ষার্থী দেব দত্তের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে চিথলিয়া গ্রামের প্রতিবেশী মৃত সুখলাল চাঁদের ছেলে জহুরুলের বাড়ির নির্জন একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকি খুড়ে ১০ ফিট নিচ থেকে দেব দত্তের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বাবা স্কুল শিক্ষক পবিত্র দত্ত ছেলের লাশ সনাক্ত করেন। পুলিশ জানায়, সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার হয়েছে। গত ৮ জুন সকালে প্রাইভেট পড়তে বের হলে নিজ গ্রামের রাস্তা থেকে দুই জন মটরসাইকেল আরোহী চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী দেব দত্তকে অপহরণ করে। অপহরণকারীরা ঐদিন বিকালে দেব দত্তের পিতার ফোনে তার মুক্তিপন হিসেবে ৫০ লক্ষ টাকা দাবী করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি