রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞকে অকল্পনীয় বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে এক টুইটে এ মন্তব্য করেন।
জানান,নির্যাতনের শিকার রোহিঙ্গারা ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এর আগে সকালে জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
পরে কুতুপালং ট্রানজিট সেন্টারে যান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সেখানে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকদের সাথে কথা বলেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি