ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে জাহেদুল আলম নামে এক ব্যক্তির ক্রয়কৃত জায়গা দখল করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ব্যাপারে জাহেদুল আলম বাদী হয়ে একই এলাকার আলমদার চৌধুরী বাড়ীর ইলিয়াছ চৌধুরী, ইদ্রীস চৌধুরীসহ ৭-৮ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ইলিয়াছ চৌধুরী বলেন, এগুলো তাদের মৌরশী সম্পত্তি। যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে তা করেছে মিথ্যা ও বানোয়াট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি