“পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ক্যালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ আব্দুস সালাম এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এসএফএম খাইরুল আর্তাতুক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি