নাটোরের বড়াইগ্রামে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ওসমান গনি নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। গতরাতে উপজেলার বাহিমালী বাজারে এই ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব-৫। নিহত ওসমান গনি উপজেলার বনপাড়া পৌর এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ এর মেজর শিবলী মোস্তফা জানান, র্যাবের নিয়মিত টহলের অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার বাহিমালী বাজারের দিক দিয়ে র্যাবের একটি টিম টহল দিচ্ছিলেন। এসময় বাহিমালী বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি সন্তেহজনক ঘোড়াঘুরি করলে র্যাব সদস্যরা তাদের ডাক দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে ওসমান গনি গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।
আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ওসমান গনিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষনা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি