কোটি টাকা পাচার ও শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
ঘোষণার চেয়ে কম পণ্য এনে ৩ কোটি ২৫ লাখ টাকা পাচারের অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লাকি ট্রেডিং ও সিএন্ডএফ এইচ. কে. এন্ড কোম্পানি লিমিটেডের পাঁচজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) মো. জহিরুল।
অন্যদিকে, শুল্ক ফাঁকির মাধ্যমে মুদ্রা পাচারের অপরাধে ইকলাস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কাজী জাহিদুল ইসলাম ও তানজিনা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আলমগীরসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বন্দর থানায় আরও একটি মামলা করে কাস্টম কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি