মাদারীপুরের কালকিনি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সমাবেশ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ ফরিদ সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল সরদার। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা শারমিন জাহান হেলেনা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন মীর সুজন সহ স্থানীয় নের্তৃবৃন্দ। সভার সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আনিচুর রহমান। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি