বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ও পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান ও ভূমি বিরোধ নিষ্পত্তি আইন বাস্তবায়ন না হলে পরবর্তীতে পার্বত্য নাগরিক পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
আর তারই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দেন তারা।
সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান, খাগড়াছড়ি নাগরিক পরিষদের মহিলা সদস্য সালমা আহমেদসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি