নারায়ণগঞ্জের ফতুল্লায় গাড়ির ধাক্কায় প্রান গেল এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।চিটাগাং রোডের টি আই শরিফ জানায়,ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এটি এস আই আবুল কালাম দায়িত্বরত অবস্থায় বিপরিত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে আবুল কালাম পড়ে যায় ।
পরে দ্রুত কালামকে নারায়নগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । নিহত আবুল কালামের লাশ ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।ময়না তদন্ত শেষে নারায়নগঞ্জ পুলিশ লাইনে আবুল কালামের মরদেহ নেয়া হবে ।
পুলিশ লাইনের আনুষ্ঠানিকতা শেষে তার গ্রামের বাড়ি ফরিদপুরে লাশ দাফন করা হবে ।এদিকে ঘাতক কভার্ড ভ্যান সহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি