কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, উখিয়ার গয়ালমারা এলাকায় ইয়াবা বেচাকেনা চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মজিবুল্লাহ হাসান ও শরিফ হোসেন নামে ২ রোহিঙ্গাকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, টেকনাফের হ্নীলা মোচনী এলাকার একটি বাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ কহিনুর আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় মাদক মামলা দায়ের করে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় র্যাব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি