ঘুষের টাকাসহ কুড়িগ্রাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। লালমনিরহাটের বড়বাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।
দুদকের রংপুর উপপরিচালক মোজাহার আলী জানান, বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ পাইয়ে দেয়ার নামে এম এস ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ দাবি করে নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।
এর অংশ হিসেবে একটি চায়ের দোকানে, ওই ঠিকাদারের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাদের দুজনকে আটক করে দুদক। পরে তাদের ব্যাগ তল্লাশি করে আরো এক লাখ টাকা জব্দ করা হয়। আটক দু’জনকে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি