মাদারীপুরের কালকিনি পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কালকিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ।
সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মাদারীপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা চায়না খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন সহ দলীয় নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি