ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, উপজেলার রাস্তাঘাট, ফসলের জমি এবং পরিবেশের কোনো ক্ষতি না করে, সব নিয়ম মেনে ইট উৎপাদন করতে হবে। তা না হলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ (রোববার) সকালে ফটিকছড়িতে পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইট ভাটা মালিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, মহিলা-ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পৌর মেয়র মো. ইসমাইল হোসেনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি