সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তায় ১৭ বর্ষে পা দিলো উত্তরাঞ্চলের বহুল প্রচারিত সাপ্তাহিক হিলিবার্তা। শনিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হাকিমপুর প্রেসক্লাবে পালিত হয়েছে পত্রিকাটির ১৭ বর্ষ পদার্পণ অনুষ্ঠান।
এ উপলক্ষে দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন দিনাজপুর ৬ সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ কেন্দ্রের উপ বার্তা নিয়ন্ত্রক হায়দার আলী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা পরিষদ সদস্য এ্যডভোকেট রবিউল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক মেয়র ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, পত্রিকার প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন।
এছাড়াও হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পাঁচবিবি ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার জন প্রতিনিধি, সূধীবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হিলিবার্তার সাহসী সংবাদ প্রকাশের ভূয়শী প্রশংসা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি