রাজধানীর বিমান বন্দর সড়কে দুই শিক্ষার্থীর বাসচাপায় মৃত্যুর প্রতিবাদে আজও বিক্ষোভ করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে প্রায় স্থবির হয়ে পড়ে যান চলাচল।
এদিকে দুর্ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সকালে বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী দিয়া খানম মিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশ্বাস দেন তিনি।
গেলো রোববার রাজধানীর বিমান বন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে নিহত হন শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি