নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের বাসিন্দা আবদুল্লাহ। স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় একটি পিকআপ আবদুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে বন্ধ থাকে যান চলাচল। পরে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ এমপি ও প্রশাসনের কর্মকর্তার যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতেরর পরিবারকে ২০ হাজার টাকার অনুদান দেয়া হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি