চট্টগ্রামে নতুন ১৮৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে করোনাক্রান্তদের ১ জন মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, বুধবার সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে নতুন ১৮৫ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ১৫৯ জন এবং নয় উপজেলার ২৬ জন। ফলে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ২৩৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ২০ হাজার ৭৭৮ জন ও গ্রামের ৬ হাজার ৪৫৫ জন।
উপজেলা পর্যায়ে এদিন শনাক্ত ২৭ জনের মধ্যে রাউজানে ৮ জন, ফটিকছড়ি ও হাটহাজারীতে ৫ জন, সীতাকু-ে ৩ জন এবং মিরসরাই, রাঙ্গুনিয়া, বাঁশখালী, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন রয়েছেন।
বুধবার করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৩২৭ জন। এর মধ্যে ২৩২ জন শহরের ও ৯৫ জন গ্রামের।